• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বালুর ট্রাক উল্টে চাপা পড়ে শিশু নিহত

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৪, ০৬:২০ পিএম

বালুর ট্রাক উল্টে চাপা পড়ে শিশু নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বালুবোঝাই ট্রাক উল্টে চাপা পড়ে আসিফ (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কয়েলগাঁতী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ উপজেলার কয়েলগাঁতী গ্রামের শাহীনের ছেলে।

স্থানীয়রা জানান, বালুবোঝাই একটি ট্রাক উল্লাপাড়া থেকে কয়েলগাঁতী গ্রামের দিকে আসছিল। পথিমধ্যে আসিফ ও তার বন্ধুরা ওই ট্রাকের বালুর ওপরে উঠে খেলা করছিল। ট্রাকটি কয়েলগাঁতী পশ্চিমপাড়ায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে বালুর নিচে চাপা পড়ে আসিফ ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিস কর্মী এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে তার স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

কামারখন্দ থানার এসআই আব্দুল মতিন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ