• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ৯ বাড়ি- দোকান ভাঙচুর, নারীসহ আহত ৮

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪, ০৯:৪৩ এএম

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ৯ বাড়ি- দোকান ভাঙচুর, নারীসহ আহত ৮

সিটি নিউজ ডেস্ক

বড়াইগ্রামে নির্বাচনোত্তর সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সাতটি বাড়ি ও দুটি দোকান ভাঙচুর করা হয়েছে। এ সময় মহিলাসহ আটজন আহত হয়েছেন। নৌকার কর্মীরা এ হামলা চালিয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শুক্রবার সকালে উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়াড়গাড়ফা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের মধ্যে মৃত হেদায়েত উল্লাহর ছেলে এমদাদুল হক ইন্তাজ (৭০), তার স্ত্রী আছিয়া বেগম (৬০) ও পুত্রবধূ মিনারা বেগম (৩৮), ইসমাইল হোসেনের ছেলে গুলজার হোসেন, আরিফুল ইসলামের স্ত্রী শিল্পী খাতুন (৩৫) ও চয়েন উদ্দিনের স্ত্রী মাহবুব আলমকে (৩৬) বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানান, শুক্রবার সকালে চান্দাই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য সুজন আহম্মেদের নেতৃত্বে নৌকা সমর্থক শতাধিক নেতাকর্মী লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দিয়াড়গাড়ফা গ্রামের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় তারা এমদাদুল হক ইন্তাজ, তার ছেলে জুলফিকার আলী ভুট্টু, ইসমাইল হোসেনের ছেলে গুলজার হোসেন, শাহীন আলম, দেলোয়ার হোসেন ও গোলাম হোসেন এবং হাফিজুর রহমানের ছেলে সানোয়ার হোসেনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এছাড়া মাহবুব আলমের মেকানিকের দোকান ও গুলজার হোসেনের সিমেন্টের দোকানও ভাঙচুর করে তারা।

এ সময় হামলাকারীরা এসব বাড়ি থেকে মোট সাড়ে ৯ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণের গহনা লুটে নিয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনটি আধপাকা বাড়ির ৯টি কক্ষের দরজা-জানালা এবং চারটি টিনশেড বাড়ির ১০টি কক্ষের বেড়ার টিন ও দরজা-জানালা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিনষ্ট করেছে। বাড়ির বৈদ্যুতিক মিটার ও পানি উঠানোর পাম্পও ভেঙ্গে ফেলেছে। ঘরের ভেতরে ভাঙ্গা টিভি, ফ্রিজ, আলমিরাসহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

জুলফিকার আলী ভুট্টু জানান, তার ঘর থেকে গরু কেনার জন্য জমানো দুই লাখ ৪০ হাজার টাকাসহ দুটির সোনার চেইন, গুলজার হোসেনের বাড়ি থেকে তিন লাখ, শাহীন আলমের এক লাখ এবং গোলাম হোসেনের দেড় লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণের গহনা এবং ছাগল ব্যবসায়ী সানোয়ার হোসেনের এক লাখ ৬০ হাজার টাকা লুটে নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত সানোয়ার হোসেন কান্না জড়িতকণ্ঠে বলেন, আমি খাসজমিতে থাকি। আমি রাজনীতি করিনা, এমনকি এখানকার ভোটারও না। তারপরও তারা আমার বাড়ির টিনশেড দুটি কক্ষের বেড়ার টিনসহ চালও কুপিয়ে শেষ করে দিয়েছে। হাতপায়ে ধরেও ঘর দুটি বাঁচাতে পারিনি। আমি এ বাড়ি কিভাবে সারাবো আর এতো শীতে এ ঘরে কিভাবে থাকব।

ইউপি সদস্য সুজন আহম্মেদ জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরাই প্রথমে হামলার প্রস্তুতি নিয়ে জড়ো হয়। খবর পেয়ে নৌকার লোকজন পালটা হামলা করেছে। তবে আমি এ ঘটনার সঙ্গে জড়িত না।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সরল মুরমু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ