• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টিকটক করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪, ০২:১০ এএম

টিকটক করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় টিকটক করতে গিয়ে বাড়ির ছাদের উপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান আহমদ (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার  তাতুয়াকান্দি গ্রামের মিজান মিয়ার বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।


নিহত মেহেদী হাসান উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

বাঞ্ছারামপুর থানা যেন হয়রানির ফাঁদ!


পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে মিজান মিয়ার বাড়ির ছাদে বন্ধুদের নিয়ে টিকটক করতে উঠেছিলেন কিশোর মেহেদী হাসান। এসময় ছাদের উপর টিকটক করার সময় বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সঙ্গে জড়িয়ে পরেন। একপর্যায়ে মেহেদী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, টিকটক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর মেহেদী হাসানের মৃত্যু হয়েছে। বিষয়টি স্থানীয়রা পুলিশকে নিশ্চিত করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

সাজেদ/

আর্কাইভ