• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকারি হাসপাতালের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৪, ১১:১০ এএম

সরকারি হাসপাতালের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

সিটি নিউজ ডেস্ক

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে প্রতারকচক্র। বিষয়টি নজরে আসায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। বুধবার থানায় এ লিখিত জিডি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, কয়েক দিন ধরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চাঁদপুরের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। একটি প্রতারক চক্র জনগণকে বিভ্রান্ত করে অর্থ আত্মসাতের হীন উদ্দেশ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এমতাবস্থায় বিষয়টি নজরে এলে আমরা থানায় লিখিতভাবে সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় ওসি শেখ মুহসীন আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চাঁদপুরের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি সাধারণ ডায়েরি হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার পরপরই বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আর্কাইভ