• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রেমিকের বাড়িতে অনশন, বিয়ে না করলে উঠোন ছাড়বেন না তরুণী

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৪, ০৭:০৯ পিএম

প্রেমিকের বাড়িতে অনশন, বিয়ে না করলে উঠোন ছাড়বেন না তরুণী

সিটি নিউজ ডেস্ক

কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ির উঠানে বসে অনশন করছেন এক প্রেমিকা। বৃহস্পতিবার রাত ৮টা থেকে প্রেমিকের বাড়িতেই অবস্থান করেন ওই প্রেমিকা। এদিন বিকালে শত মাইল দূর নোয়াখালীর সোনাইমুড়ি থেকে উপজেলার কুশালপুর গ্রামে প্রেমিক উজ্জ্বলের বাড়িতে এসে অনশন শুরু করেন ওই প্রেমিকা।

জানা যায়, গত রমজান মাসে ফেসবুকের মাধ্যমে ওই নারীর সঙ্গে প্রেমিক উজ্জ্বলের পরিচয় হয়। বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক উজ্জ্বল বারবার বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন সে অস্বীকার করছে। তার পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ।

এ পরিস্থিতিতে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন ওই নারী।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে মেয়েটি মুন্সিবাজার ইউপি চেয়ারম্যানের হেফাজতে রয়েছেন। মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের লোকজন এলে পারিবারিকভাবে বসে বিষয়টি মীমাংসা করা হবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ