• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীসহ প্রাণ গেল ২ জনের

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪, ০৮:২৩ পিএম

ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীসহ প্রাণ গেল ২ জনের

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীসহ ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালিহাতীর পৌলী ও সল্লা এলাকায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের নুরন্নবীর মেয়ে কলেজছাত্রী চায়না আক্তার (২৫) ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

কলেজছাত্রী চায়না আক্তারের লাশ আইন প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয় বলে টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানিয়েছেন।

টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান, উপজেলা পৌলী এলাকায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রী চায়না আক্তারের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। অপরদিকে উপজেলা সল্লা বাসস্ট্যান্ড এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অজ্ঞাত (৪০) এক যুবককে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়। তার লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আর্কাইভ