• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪, ০৪:৩২ পিএম

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীর পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার পুংলী এবং মগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷


মৃতরা হলেন: সদর উপজেলার গালা গ্রামের নূরনব্বীর মেয়ে চায়না আক্তার (২৫) এবং অপর জনের পরিচয় পাওয়া যায়নি।


রেলওয়ে পুলিশ জানায়, পুংলী এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চায়নার লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়৷

অপরদিকে মগড়া এলাকায় এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ওই ব্যক্তিকে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করে। দুপুরের দিকে আহত ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। দুজনের ধূমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়েছিল বলে জানা যায়।

টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সাজেদ/

আর্কাইভ