• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ছেলের বাইক থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাবার

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪, ০৯:৪৬ এএম

ছেলের বাইক থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাবার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালুতে ছেলের মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে ট্রাকচাকায় পিষ্ট হয়ে আমজাদ হোসেন (৫৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার বিকালে উপজেলার কাউড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, নিহত আমজাদ হোসেন বগুড়ার কাহালু উপজেলার কাউড়া গ্রামের মৃত ফালান আলীর ছেলে। তিনি সোমবার বিকালে ছেলের মোটরসাইকেলের পেছনে বসে স্থানীয় তিনদীঘি বাজারে যাচ্ছিলেন। কাউড়া বাজার এলাকায় মূল সড়কে উঠার সময় নামুজার দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে আমজাদ হোসেন মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন।

তখন ট্রাকচালক তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছেলে অক্ষত রয়েছেন। স্বজনরা পুলিশকে অবহিত না করেই লাশ বাড়িতে নিয়ে দাফন করেন।

কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আর্কাইভ