• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী কিশোরের

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪, ১১:১৩ এএম

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী কিশোরের

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে পাথরবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বিপুল মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে রাঙ্গা মিয়া নামে অপর এক কিশোর।

শনিবার রাত ৮টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া লক্ষ্মী মোড় গ্রামের আনিছুর রহমানের ছেলে ও আহত কিশোর একই গ্রামের সোবাহান আলীর পুত্র রাঙ্গা মিয়া (১৭)।

ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, লাশ নিহতের স্বজনরা বাড়িতে নিয়ে গেছে এবং ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
 

আর্কাইভ