• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মানহানি মামলা গণপূর্তমন্ত্রীর

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৪, ১২:১৫ এএম

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মানহানি মামলা গণপূর্তমন্ত্রীর

সিটি নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনি প্রচারণায় ‘আপত্তিকর’ বক্তব্যের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলির বিরুদ্ধে আদালতে শতকোটি টাকার মানহানি মামলা করেছেন নবনিযুক্ত গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম জেলা জজ নজরুল ইসলামের আদালতে বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে মামলাটি করেন তিনি। সদস্য সমাপ্ত নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন উবায়দুল মোকতাদির চৌধুরী।

বাদীর আইনজীবী আব্দুল জব্বার মামুন শুক্রবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গত ২৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে ফিরোজুর রহমান নির্বাচনি এক সভায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা বক্তব্য দিয়েছেন। তার ওই আপত্তিকর বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরীর সম্মানহানি হয়েছে। তাই ফিরোজুর রহমানকে তার আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে গত ২৮ ডিসেম্বর থেকে পরপর তিনটি নোটিশ পাঠানো হয়। কিন্তু তিনি সেই নোটিশ আমলে নেননি। তাই বাদীর সম্মানহানি করায় আদালতে শতকোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। রোববার আদালত এ মামলার শুনানি করবেন।

আর্কাইভ