• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সপ্তমবারের মতো নির্বাচিত হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ১১:১২ পিএম

সপ্তমবারের মতো নির্বাচিত হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ

সিটি নিউজ ডেস্ক

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন।

রোববার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করা হয়েছে।

তার সঙ্গে অপর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী (মোমবাতি) প্রাপ্ত ভোট ৫ হাজার ৩৯০ ভোট পেয়ে ২য় এবং ইসলামী ঐক্যজোটের মো. আনোয়ার হোসাইন (মিনার) ৫ হাজার ৭০ ভোট পেয়ে ৩য় হয়েছেন।
    
উল্লেখ্য, কমলগঞ্জ-শ্রীমঙ্গল (মৌলভীবাজার-৪) থেকে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ১৯৯১ সাল থেকে প্রতিটি সংসদীয় নির্বাচনে জয়লাভ করে আসছেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ