• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নৌকার ২ সমর্থককে তুলে নেওয়ার অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৪, ১০:১৪ এএম

নৌকার ২ সমর্থককে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিলেটের জকিগঞ্জে সাদা পোশাকধারী লোকজন নৌকা সমর্থক দুই ব্যক্তিকে উঠিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ২টার দিকে মানিকপুর ইউপির ফুলতলী গ্রামস্থ জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরীর বাড়ি থেকে তাদের তুলে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী বলেন, রাত ২টার দিকে সাদা পোশাকধারী লোকজন তার ছোটভাই আলবাব হোসেন চৌধুরী (৪৫) ও এনায়েত চৌধুরীকে (৪০) বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গেছে। তখন তাদের শারীরিক নির্যাতনও করা হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, তার দুই ভাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সমর্থক। হঠাৎ কেন তাদের তুলে নেওয়া হলো তা তিনি তাৎক্ষণিক জানতে পারেননি। তাদের বিরুদ্ধে কোনো মামলাও নেই।

খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও থানাপুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জকিগঞ্জ থানার এসআই মুহিত মিয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা তাদের নিয়ে গেছে সেটি নিশ্চিত হতে পারেননি।

আর্কাইভ