• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ফরিদপুরের ৩ ওসিকে বদলির নির্দেশ

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩, ০৭:০৭ এএম

ফরিদপুরের ৩ ওসিকে বদলির নির্দেশ

সিটি নিউজ ডেস্ক

ফরিদপুরের তিন থানার ওসিকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন প্রশাসন শাখার উপসচিব মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক চিঠি থেকে এ কথা জানা গেছে।

ফরিদপুরের যে তিনটি থানার ওসিদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে, তারা হলেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহীদুল ইসলাম, সদরপুর থানার ওসি মো. মামুন আল রশিদ ও ভাঙ্গার ওসি এম এ জলিল। কোতোয়ালি থানা ফরিদপুর-৩ (সদর) সংসদীয় আসনভুক্ত। ভাঙ্গা ও সদরপুর সংসদীয় আসন ফরিদপুর-৪–এর অন্তর্গত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নবর্ণিত ওসিদের অন্যত্র বদলিপূর্বক তদস্থলে অন্য জেলা থেকে পদায়ন করার জন্য নির্বাচন কমিশন সচিব সিদ্ধান্ত নিয়েছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা হওয়ার পর ৭ ডিসেম্বর ঢাকার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ফরিদপুরের সদরপুর থানা বাদে বাকি ৮টি থানার ওসিকে বদলি করা হয়। তবে সে সময়ে এ বদলি করা হয়েছিল জেলার মধ্যে, এক থানা থেকে অন্য থানায়।

আর্কাইভ