• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চট্টগ্রামে যুবলীগ নেতার ভাইকে খুন

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩, ১০:০০ এএম

চট্টগ্রামে যুবলীগ নেতার ভাইকে খুন

সিটি নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রাম্য সর্দার খুনের ৪ ঘণ্টার ব্যবধানে খুন হলেন এক যুবলীগ নেতার ছোটভাই। নিহতের নাম মো. আলমগীর (৩২)।

তিনি সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ সোনাইছড়ি গামারিতলা এলাকার মৃত আফাজ উল্লাহর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের ছোটভাই।

রোববার রাত সাড়ে ১০টার দিকে নিহতের নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে নিজ দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর আহতাবস্থায় আলমগীরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন যুগান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে দেখছি।

আর্কাইভ