• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রেলসেতুর উপর লাইনের নাট খুলে নিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০৩:৩৬ পিএম

রেলসেতুর উপর লাইনের নাট খুলে নিয়েছে দুর্বৃত্তরা

সিটি নিউজ ডেস্ক

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রেলসেতুর উপর অবস্থিত লাইনের ১০টি হুক বোল্ট (নাট) চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বিকালে কুড়িগ্রামের স্টেশনমাস্টার মো. শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলসূত্রে জানা যায়, ঠাঁটমারী বধ্যভূমি এলাকায় অবস্থিত রেলসেতুর উপরে স্লিপারের নাট কে বা কারা খুলে নিয়ে যায়। এ ঘটনায় দুপুরে রেলওয়েম্যান স্টেশনমাস্টারকে খবর দিলে তারা উপস্থিত হয়ে মেরামত কাজ শুরু করেন।

এ ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শামসুজ্জোহা বলেন, নতুন নাট বসানো হয়েছে। এখন রেল চলাচলে কোনো সমস্যা নেই।

পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি, বিষয়টি নাশকতা সৃষ্টি নয়- নাটগুলো কেউ চুরি করেছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ