• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টানা ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ০৬:৩০ পিএম

টানা ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

ছবি: সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি

উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েই চলছে শীতের প্রকোপ। গত কয়েক দিন ধরে এ জেলায় বইছে হিমেল হাওয়া; তাপমাত্রাও সর্বনিন্ম।

গত এক সপ্তাহ থেকে এ জেলায় তাপমাত্রা ১৬ থেকে ৯ ডিগ্রির ঘরে ওঠা-নামা করলেও গত চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়ায়; যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন।

আবহাওয়া অফিস জানায়, ১৬ ডিসেম্বর সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ১৭ ডিসেম্বর ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস; ১৮ ডিসেম্বর ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সিটি নিউজ ঢাকাকে বলেন, গত চার দিন ধরে এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তার ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও তাপমাত্রা সর্বনিম্ন রয়েছে।

 

জেকেএস/

আর্কাইভ