• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ০৪:০৬ পিএম

হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের গ্রিন গার্ডেন রেস্টুরেন্টের সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সমর্থকরা এ মিছিল বের করে।

এ সময় বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা মশাল মিছিল থেকে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।

এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ জানান, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ সমর্থনে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। আমাদের দাবিকে উপেক্ষা করে এই সরকার জোর করে নির্বাচন করে আবারও অবৈধভাবে ক্ষমতায় আসতে চাচ্ছে। তবে এবার আমরা সে সুযোগ দেব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ