• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নিক্সন চৌধুরীর প্রতীক ‘ঈগল’

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ০৫:২৫ পিএম

নিক্সন চৌধুরীর প্রতীক ‘ঈগল’

ছবি: সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরী ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার এ প্রতীক বরাদ্দ দেন।

এর আগে সোমবার সকাল ১০টা থেকে সারা দেশে প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন।

নিক্সন চৌধুরী এই আসনের টানা দুইবারের সংসদ সদস্য। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১৪ ও ২০১৮ সালে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তাকে পরাজিত করেন।

এবারও এই আসনে তার বিরুদ্ধে নৌকার হয়ে লড়বেন কাজী জাফর উল্লাহ।

 

জেকেএস/

আর্কাইভ