• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গোপালগঞ্জে ২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ০২:২৮ এএম

গোপালগঞ্জে ২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববার (১৭ ডিসেম্বর) পালগঞ্জের ৩টি আসনে দুই জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এরা হলেন গোপালগঞ্জ-১ আসন থেকে জাকের পার্টির দেলোয়ার হোসেন এবং গোপালগঞ্জ-২ আসন থেকে জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ সাজ্জাদ হোসেন মিয়া। দলীয় সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানান ওই দুই প্রার্থী।

প্রত্যাহারের পর গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মুহাম্মদ ফারুক খানসহ ৫ জন এবং ২ আসনে আওয়ামী লীগের আরও এক হেভিওয়েট প্রর্থী শেখ ফজলুল করিম সেলিমসহ মোট ৬ জন প্রার্থী রয়েছেন। এছাড়া অতিগুরুত্বপূর্ণ গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

জেকেএস/

আর্কাইভ