• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বেলুন ফোলাতে গিয়ে বিক্রেতা নিহত, আহত ১

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩, ০৫:৫৬ পিএম

বেলুন ফোলাতে গিয়ে বিক্রেতা নিহত, আহত ১

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহতের নাম আনোয়ার ব্যাপারী (৫০)। তিনি ফরিদপুর জেলার কোতয়ালী থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। এছাড়া, আহতের নাম কবির হোসেন (২৩)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মানিকগঞ্জ থানার ওসি হাবিল হোসেন।

তিনি বলেন, ‘ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন ওই দুই বেলুন বিক্রেতা। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হলে দুজনই গুরুতর আহত হন। বিস্ফোরণে আনোয়ারের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হয়।’

 

জেকেএস/

আর্কাইভ