• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নৌকার পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতা

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ০৮:১৯ পিএম

নৌকার পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতা

ছবি: সংগৃহীত

জামালপুর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন সাইফুল ইসলাম নামে এক বিএনপি নেতা। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে দল থেকে বহিস্কারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা।

গতকাল রোববার (১০ ডিসেম্বর) রাতে বকশীগঞ্জ কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আওয়ামী লীগ প্রার্থী নূর মোহাম্মদের নির্বাচনি সভায় তিনি নৌকার পক্ষে ভোট চান। সেইসঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করারও ঘোষণা দেন।

জানা যায়, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন নূর মোহাম্মদ। গতকাল রাতে নূর মোহাম্মদের সমর্থনে বকশীগঞ্জ কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক নির্বাচনী আলোচনা সভা হয়। সেখানে তার প্রতিনিধি হিসেবে পৌর মেয়র নজরুল ইসলাম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার ছিলেন।

সভায় কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নেতা সাইফুল ইসলামও বক্তব্য দেন। এ সময় তিনি ব্যবসায়ী ও নেতাকর্মীদের কাছে নৌকার পক্ষে ভোট চান এবং আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আশ্বাস দেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই তাকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও মেরুরচর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, আমি দলীয় নেতা হিসেবে নৌকার পক্ষে ভোট চাইনি। একজন ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ী সংগঠনের নির্বাচনি আলোচনা বা মতবিনিময় সভায় নৌকার পক্ষে ভোট চেয়েছি। 

 

জেকেএস/

আর্কাইভ