• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে থেমে গেল ট্রেন

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩, ০৭:৫৬ পিএম

ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে থেমে গেল ট্রেন

ছবি: সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি

পার্বতীপুর থেকে বুড়িমারীগামী ‘বুড়িমারী কমিউটার’ ট্রেনের ইঞ্জিন মাঝপথে বিকল হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লালমনিরহাটের কালিগঞ্জের ভোটমারী এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। পরে বিকল্প ইঞ্জিন আনা হলে বেলা পৌনে ১২টায় ট্রেনটি পুনরায় বুড়িমারীর উদ্দেশে রওনা দেয়।

ইঞ্জিন বিকলের ঘটনায় ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। বিশেষ করে শিশু ও প্রবীণ ব্যক্তিরা বেশি ভোগান্তিতে পড়েন। কী কারণে ট্রেন থেমেছে, তা নিয়ে শুরুতে যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হয়। পরে ইঞ্জিন বিকলের ঘটনা জানতে পারেন তারা।

রাকিব নামের এক যাত্রী বলেন, আসতে আসতে হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায়, আর স্টার্ট নিচ্ছে না। ট্রেনে বাড়ি যাচ্ছিলাম।

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম বলেন, সকালে পার্বতীপুর থেকে আসা ৬৫ নম্বর কমিউটার একটি ট্রেন ভোটমারী স্টেশনের কাছে ভাঙ্গা ব্রিজে বিকল হয়ে পড়ে। লালমনিরহাট স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠিয়ে ওই ট্রেনটি উদ্ধার করা হয়। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

জেকেএস/

আর্কাইভ