• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

যশোরে অস্ত্র-বিস্ফোরকসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৩, ০১:০৯ এএম

যশোরে অস্ত্র-বিস্ফোরকসহ গ্রেপ্তার ৪

ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি

যশোরে অস্ত্র ও বিস্ফোরকসহ কথিত চরমপন্থি সংগঠনের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) গভীর রাতে মনিরামপুর ও অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- অভয়নগর উপজেলার ডহরমষিহাটি গ্রামের অখিল বিশ্বাসের ছেলে অমিতাভ বিশ্বাস (২৩), মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মশিয়ার গাজীর ছেলে জাহিদ হাসান (৩৬), মহিষদিয়া গ্রামের প্রবীর মন্ডলের ছেলে প্রতাপ মন্ডল (২১) ও একই গ্রামের সুনীল ধরের ছেলে প্রান্ত ধর (১৯)।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত চারজন কথিত চরমপন্থি সংগঠনের সদস্য। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর ও অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি তাজা বোমা, প্রায় দুই কেজি বিস্ফোরক দ্রব্য ও একটি ওয়ান শুটারগানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মনিরামপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে সুন্দলী ইউনিয়নে উত্তম মেম্বার হত্যা মামলাসহ ২টি অস্ত্র মামলা রয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ