• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মনোনয়ন বাতিল হওয়ায় গড়াগড়ি করে কান্না

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ০৩:১৩ এএম

মনোনয়ন বাতিল হওয়ায় গড়াগড়ি করে কান্না

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী আব্দুল আলী বেপারীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় রিটার্নিং অফিসারের কার্যালয়ের বারান্দায় গড়াগড়ি দিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এ সময় তিনি চিৎকার করে তিনি বলেন, চক্রান্ত করে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। পরে পুলিশ ও রিটার্নিং অফিসের লোকজন তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে তার প্রার্থিতা বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেহেনা আকতার।

আব্দুল আলী বেপারীর বাড়ি মানিকগঞ্জ ঘিওর উপজেলার সিংজুড়ি ইউনিয়নের ভেড়াডাঙ্গা গ্রামে। তিনি ইট ও বালুর ব্যবসা করেন।

স্বতন্ত্র প্রাথী আব্দুল আলী বেপারীর কাগজপত্রের মধ্য তার নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটরের তালিকা দিতে না পারায় তার মনোনয়ন বাতিল হয়ে যায় বলে রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়।

আব্দুল আলী বেপারী বলেন, ‌‘এবার দ্বাদশ সংসদ নির্বাচনে আমাকে মানুষ ভোট দিবে সেই বিশ্বাস আমার আছে। এজন্য চক্রান্ত করে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে চাইছে।’

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি।

আব্দুল আলী বেপারী এর আগেও ২০১১-১৬-২১ সালেও তিনবার ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। টানা তিনবারই ইউপি নির্বাচনে তিনি পরাজিত হন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ