• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মধ্যপ্রাচ্যের বিমানে যাত্রী সিটে মিলল ৩৮ স্বর্ণের বার

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩, ০৬:২৯ পিএম

মধ্যপ্রাচ্যের বিমানে যাত্রী সিটে মিলল ৩৮ স্বর্ণের বার

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে আসা উড়োজাহাজে যাত্রীর সিটের নিচ থেকে ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার (৩০ নভেম্বর) রাতে বিমানবন্দরে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি- ৯৫২০ ফ্লাইট থেকে ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে অবতরণ করা বিমানটিতে তল্লাশি চালানো হয়। এতে এফ-৯ আসনোর নিচে কালো স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়।

প্যাকেটগুলোর ভেতর ৩৮টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন চার কেজি ৪২০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৫৪ লাখ টাকা।

বারগুলোর মালিকানা কেউ দাবি না করায় সেগুলো পরিত্যক্ত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বারগুলো কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ