• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজধানীতে যান চলাচল স্বাভাবিক, ছাড়ছে না দূরপাল্লার বাস

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩, ০৬:১৭ পিএম

রাজধানীতে যান চলাচল স্বাভাবিক, ছাড়ছে না দূরপাল্লার বাস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে অষ্টম দফা ২৪ ঘণ্টার অবরোধের দিনে রাজধানীতে অভ্যন্তরীণ যান চলাচল বেড়েছে। এ দিন রাজধানীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। কোথাও কোথাও যানজটও দেখা গেছে। তবে অবরোধের আগের দিনগুলোর মতো যাত্রীশূন্য ছিল দূরপাল্লার স্টেশনগুলো।

আজ বুধবার সকাল ছয়টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত বিএনপির অবরোধ। এ দিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখে গেছে, ব্যক্তিগত গাড়ি- বিশেষ করে প্রাইভেটকার, মোটরসাইকের পাশাপাশি সিএনজিচালিত অটো চলাচল বেশি দেখা গেছে। সড়কে তুলনামূলক বাসও বেশি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে আরও বাড়ছে গাড়ির সংখ্যা। ফলে বিভিন্ন সড়কে সিগন্যালে পড়তে হয় যাত্রীদের।

এদিকে বিপত্তিতে রয়েছেন দূরপাল্লার বাসের পরিবহন শ্রমিক-চালকরা। অবরোধ থাকায় পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না। ফলে স্ট্যান্ড থেকে ছাড়তে পারছেন না গাড়ি। এতে দৈনিক খরচ মেটাতে তাদের কষ্ট হচ্ছে বলে জানান তারা।

দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, এক-দুটি বাস ছাড়া হচ্ছে সময়ে সময়ে। বেশিরভাগ কর্মী অলস সময় পার করছেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ