প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩, ০৩:৫০ এএম
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর (হবিগঞ্জ-৪) আসনে মনোনয়ন নিয়েছেন। দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলীয় প্রার্থীর বাইরেও স্বতন্ত্র প্রার্থী রাখার নির্দেশনা অনুযায়ী তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
মঙ্গলবার তার কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন করেন। এর আগে ব্যারিস্টার সুমন লাইভে এসে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় স্বতন্ত্র প্রার্থী রাখতে হবে। এক্ষেত্রে আমি দলীয় মনোনয়ন না পেয়ে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। সোমবার তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে নির্বাচনে প্রার্থিতার জানান দিয়েছেন।
তরুণ প্রজন্মর কাছে পরিচিত ব্যারিস্টার সুমন এবার লড়ছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপির বিরুদ্ধে।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/