• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩, ০৭:২০ পিএম

ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

ফেনী প্রতিনিধি

অবৈধ তফসিল বাতিল ও এক দফা দাবি আদায়ে ষষ্ঠ ধাপে ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে নেতাকর্মীরা।

সোমবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে এ কর্মসূচি পালিত হয়। এ সময় মিছিলে অংশ নেন ফেনী পৌর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহআলম ফরায়েজি, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজ, সহধর্মবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন রিয়াদ, সদস্য নাসির উদ্দিন ও জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মেজবাহ উদ্দিন মিয়াজী।

এ ছাড়া ও উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত, দাগনভূঁইয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাবেদ, দাগনভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পলাশ, চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন রিয়াদ, ফেনী পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান অপু, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম, মনিরুল ইসলাম, ইমাম, শুভ প্রমুখ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ