• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মিছিল থেকে অ্যাম্বুলেন্সসহ গাড়ি ভাঙচুর, আটক ৪

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩, ০২:২৭ পিএম

মিছিল থেকে অ্যাম্বুলেন্সসহ গাড়ি ভাঙচুর, আটক ৪

সিলেট ব্যুরো

সিলেটে অবরোধের প্রথম দিনে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে অ্যাম্বুলেন্সসহ গাড়ি ভাঙচুর ও রাস্তায় সিএনজি অটোরিকশাতে আগুন দেওয়ার ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ নভেম্বর) ভোর ৪টার সময় নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।

বিষয়টি সিটি নিউজ ঢাকাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি বলেন, বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে অ্যাম্বুলেন্সসহ গাড়ি ভাঙচুর ও রাস্তায় সিএনজি অটোরিকশাতে আগুন লাগানোর ঘটনায় চার জনকে আটক করা হয়েছে।

এদিকে, রোববার রাত ৮টার দিকে নগরীর সুবিদবাজার পয়েন্টে অ্যাম্বুলেন্সসহ গাড়ি ভাঙচুর ও রাস্তায় টায়ার সিএনজি অটোরিকশাতে আগুন দেওয়ার সময় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ধাওয়া করে সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগ।

জানা যায়, অবরোধের সমর্থনে বিএনপি, যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী সুবিদবাজার এলাকায় হঠাৎ করে মশাল মিছিল বের করে। মিছিল শেষে তারা একটি অ্যাম্বুলেন্স, কয়েকটি যানবাহন ভাঙচুর ও সিএনজি অটোরিকশাতে আগুন দেয়। পরবর্তীতে ওই এলাকায় সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগ মশাল মিছিলকারীদের ধাওয়া করেন।

এ ব্যাপারে সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি আপ্তাব হোসেন গ্রুপের কর্মী তুহিন আহমদ কালবেলাকে জানান, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অ্যাম্বুলেন্সসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অবস্) মো. মাসুদ রানা, সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ কমিশনার সাদেক কায়ছার দস্তগীর, কোতোয়ালী থানার সহকারী কমিশনার মিজানুর রহমান, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার (এসি) মো. জহিরুল ইসলাম, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ, এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন, জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা।

 

জেকেএস/

আর্কাইভ