• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩, ১১:২১ পিএম

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফরিদপুরের সদরপুর উপজেলায় সাদিয়া আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামে এ ঘটনা ঘটে। সদরপুর থানার ওসি মামুন আল রশিদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদিয়া আক্তার উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের আলী হোসেনের ডাঙ্গী গ্রামের আব্দুর সালাম মৃধার মেয়ে। সাদিয়া এবারের এইচএসসি পরীক্ষায় সদরপুর সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে অংশগ্রহণ করে। এতে ইংরেজি বিষয়ে কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামের ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সাদিয়া। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সদরপুর থানার ওসি মামুন আল রশিদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 জেকেএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ