• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

৭১ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ মেঘনায় অবমুক্ত

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩, ০২:৩৪ এএম

৭১ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ মেঘনায় অবমুক্ত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে বিরল প্রজাতির প্রায় ৭১ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করেছে বন বিভাগ।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে সদর মডেল থানা পুলিশের সহায়তায় বালিয়া ইউনিয়নের দাস বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগ।

স্থানীয়রা জানায়, কচ্ছপটি খাওয়ার জন্য দাস বাড়ির লোকেরা ক্রয় করে নিয়ে এসেছিলেন। বন্যপ্রাণী ও বিরল প্রজাতির কচ্ছপ হওয়ায় কচ্ছপটি উদ্ধার করে চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

চাঁদপুর সদর উপজেলা বন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের মাধ্যমে খবর পেয়ে কচ্ছপটি উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করেছি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

 

জেকেএস/

আর্কাইভ