• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বেতক্ষেতে পড়েছিল যুবকের গলাকাটা মরদেহ

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০৭:৫৩ পিএম

বেতক্ষেতে পড়েছিল যুবকের গলাকাটা মরদেহ

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দের বেতক্ষেত থেকে মানিক হোসেন (২৪) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ-কামারখন্দ আঞ্চলিক সড়কের উপজেলার ঝাঐল বাজার এলাকায় বেতক্ষেত থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মানিক হোসেন সদর উপজেলার কালিয়াকান্দাপাড়ার আশরাফ আলী ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, স্থানীয়রা ভোরে ঝাঐল বাজারের পাশে বেতক্ষেতে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তবে কেন বা কি কারণে ওই যুবককে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ