• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাসচাপায় সড়কে পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংকারের

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০৮:১৫ পিএম

বাসচাপায় সড়কে পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংকারের

ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মোটরসাইকেলকে চাপা দেয় বাস। এতে বাইকচালক শেখ কাজল (২৮) নিহত হন। সোমবার (২০ নভেম্বর) সকালে বাগেরহাট- পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বিষ্ণুপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কাজল একটি ব্যাংকের কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে ব্যাংকটির নাম নিশ্চিত হওয়া যায়নি। তিনি কলাবারিয়া বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। সকালে মোটরসাইকেলে করে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথে দ্রুতগামীর হামিম পরিবহন নামের বাসটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাজল নিহত হন।

ওসি মো. মহসিন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করেছে। চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ