• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মানিকগঞ্জে বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ০৫:১৫ পিএম

মানিকগঞ্জে বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ১৫ নং পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুবৃত্তরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান শিক্ষক জানান, ‘ভোর সাড়ে চারটার দিকে বিদ্যালয়ের নৈশ প্রহরী পাশের মসজিদে নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও চিত্রাংকন ফেস্টুন পুড়ে গেছে। তাছাড়া বিদ্যালয়ে কালো ধোয়ার আস্তরণ পড়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।’

উপজেলা শিক্ষা অফিসার হাসিনা আক্তার পারভীন জানান, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ের অগ্নিসংযোগের খবর পেয়েছি। তবে কে বা কারা দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ