• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

টাঙ্গাইলে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০৩:০৭ এএম

টাঙ্গাইলে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি

সারা দেশের মতো টাঙ্গাইলেও উৎসমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব রোববার (১২ নভম্বের) অনুষ্ঠিত হচ্ছে।

উৎসবকে ঘিরে প্রতিবছরের মতো এবারও টাঙ্গাইল বড় কালীবাড়ি, ছোট কালীবাড়ি, রানী দীনমনি মহাশ্মশানসহ সব উপজেলার মন্দির, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান, বাসভবন এবং শ্মশানে ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। সারারাত অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হবে শ্যামা পূজা।

হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের প্রয়াত স্বজনের আত্মার শান্তি কামনায় মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন। সনাতন হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, শ্যামা মায়ের পূজা অর্চনা করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে। তাই স্বজনহারা ব্যক্তিরা সমাধি বেদিতে প্রদীপ জ্বেলে সৃষ্টিকর্তার কাছে হারানো স্বজনদের জন্য স্বর্গীয় সুখের প্রার্থনা করেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ