• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফেনীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ৪

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০৬:০৭ পিএম

ফেনীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ৪

ছবি: সংগৃহীত

ফেনী প্রতিনিধি

সরকারের পদত্যাগের দাবিতে শহরের ট্রাংক রোডে ফেনী জেলা বিএনপির নেতৃত্বে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে বিএনপির ৬ নেতাকর্মী আহত এবং ৪ নেতা গ্রেফতার হন।

রোববার (১২ নভেম্বর) সকালে চতুর্থ দফায় ডাকা বিএনপি-জামায়াতের অবরোধের প্রথম দিন এ ঘটনা ঘটে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, কালিদহ ইউনিয়ন  বিএনপি নেতা মহি উদ্দিন, ছাত্রদল নেতা আরমান।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে শহরের দাউদপুল এলাকায় জেলা বিএনপির নেতৃত্বে একটি মিছিল বের হয়। একপর্যায়ে মিছিলকারীরা ট্রাংক রোড অবরোধ করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক আলাল উদ্দিন আলাল বলেন, পুলিশের হামলায় ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, তারা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। পরে বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করতে করে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ