• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে প্রীতিভোজ

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০২:১৪ এএম

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে প্রীতিভোজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

 চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকদের সৌজন্য প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার সময়  চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে  সাংবাদিকদের  সৌজন্যে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। প্রীতিভোজ শেষে পুলিশ সুপার মহোদয় ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে উপস্থিত সকল সাংবাদিকবৃন্দের হাতে শুভেচ্ছা সামগ্রী তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্ আল-মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোঃ  রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ নাজিম উদ্দিন আল-আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আলামিন, সাধারণ সম্পাদক রাজিব হোসেন কচি, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি এ্যাডঃ মানিক আকবার, সাধারণ সম্পাদক সেলিম হোসেন,  চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক  বিপুল আশরাফ, ডিআইও-১, আবু জিহাদ ফকরুল আলম খানসহ চুয়াডাঙ্গায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ