• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

অবরোধ কর্মসূচির প্রতিবাদে ও প্রতিরোধে অবস্থান কর্মসূচি পালন

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ১২:২১ এএম

অবরোধ কর্মসূচির প্রতিবাদে ও প্রতিরোধে অবস্থান কর্মসূচি পালন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জামায়াত বিএনপির নৈরাজ্য অগ্নিসন্ত্রাস এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদসহ আজ থেকে শুরু হওয়া বিএনপি-জামায়াতের ঘোষিত ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রতিবাদে ও প্রতিরোধে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন। চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল রোডে অবস্থান কর্মসূচি পালন ও আলমডাঙ্গা উপজেলায় শান্তি সমাবেশ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা ও তার নেতাকর্মীরা।

এছাড়া শহরের একাডেমি মোড়সহ অন্যান্য পয়েন্টে জেলা যুবলীগের আহবায়ক নঈম জোয়ার্দ্দারের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করছে জেলা যুবলীগ। এছাড়া চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বরে সাবেক মেয়র জিপু চৌধুরীর নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। এসময় তারা বলেন, ৪৮ ঘন্টা পালাক্রমে এ কর্মসূচি পালন করবেন তারা।

আর্কাইভ