• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

রাজশাহীতে দূরপাল্লার যান চলাচল বন্ধ

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ১১:২৬ পিএম

রাজশাহীতে দূরপাল্লার যান চলাচল বন্ধ

সিটি নিউজ ডেস্ক

বিএনপি ও জামায়াতসহ কয়েকটি দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকালে অবরোধের সমর্থনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা নগরীর তিনটি প্রবেশমুখে কাঠের গুঁড়ি ও ইট ফেলে সড়কে যানবাহন চলাচল বন্ধের চেষ্টা করেন।

অবরোধে নগরীর সব মার্কেট-বিপণিবিতান খোলা থাকলেও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। তবে অটোরিকশা, হিউম্যান হলার টেম্পোসহ ছোট যানবাহন যথারীতি বিভিন্ন রুটে চলাচল করেছে। রাজশাহী থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনগুলো ঠিক সময়ে রাজশাহী রেলস্টেশন ত্যাগ করে।  

এদিকে অবরোধকালে নগরীতে পুলিশি টহল ও তৎপরতা আগের দিনের চেয়ে বেশি ছিল। সকালের দিকে নগরীর কয়েকটি স্থানে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল হলেও দিনভর আর কেউ সড়কে ছিল না।

জেলার তানোর, দুর্গাপুর ও পুঠিয়ায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেন বিএনপি এবং জামায়াত নেতাকর্মীরা। মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে ৩৮ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটকের খবর পাওয়া গেছে।

অন্যদিকে দুপুরে অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন বলেন, রাজশাহী থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা রুটের বাসগুলো চলাচলের জন্য তৈরি থাকলেও যাত্রী সংকটে গাড়িগুলো ছেড়ে যায়নি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন 

আর্কাইভ