• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বাহুবলে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ০২:১৮ এএম

বাহুবলে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ২০

সিটি নিউজ ডেস্ক

বিএনপির ডাকে দেশব্যাপী ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিনে হবিগঞ্জে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও ছোটখাটো যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে হবিগঞ্জ-ধুলিয়াখাল বাইপাস সড়কে টায়ারে আগুন ধরিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়।

এদিকে বাহুবল উপজেলার মিরপুর বাজারে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছে বাহুবল থানার ওসি মো. মশিউর রহমান জানান, বিএনপি নেতাকর্মীরা মিরপুর বাজারে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টায় ভাদৈ এলাকায় কয়েকজন যুবক রাস্তা অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এ সময় খবর পেয়ে পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তার আগুন নেভায়। পরে তাদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এছাড়া শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিভিন্ন অবরোধের সমর্থনে বিভিন্ন স্থানে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ