• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আমেরিকা-লন্ডনের কথায় দেশ চলবে না: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ১১:৫৮ পিএম

আমেরিকা-লন্ডনের কথায় দেশ চলবে না: পরিকল্পনামন্ত্রী

সিটি নিউজ ডেস্ক

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, কোনো বিদেশির কথায় এ দেশ চলবে না। লন্ডন, আমেরিকা, জাপান, ভারতের কথায় বাংলাদেশ চলবে না। এ দেশ চলবে বাঙালিদের কথায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছেন একজন বাঙালি; তার কথায় দেশ চলবে।

তিনি বলেন, নির্বাচন যথাসময়ে হবে। কে এলো আর কে এলো না তা আমাদের দেখার বিষয় নয়। কেউ বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে প্রায় ৬শ কৃষকের মধ্যে সার বীজসহ কৃষি উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবীণ আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ, উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসূদন ধর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানূর রহমান প্রমুখ।

পরে উপজেলার রানীগঞ্জ রোডে ১২০ কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী কৃষি ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় তিনি বলেন, আমেরিকান ও ব্রিটিশরা এ দেশ চালাবে না। কেউ কেউ তাদের কাছে গিয়ে নালিশ করে দেশের বদনাম করেন। এতে কাজ হবে না।

বিএনপির উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, নির্বাচন থেকে সরে গেলে ভুল করবেন। শতভাগ লোক ভোট দেয় না, ৬০-৭০ ভাগ লোক ভোট দেয়। সব দল অংশগ্রহণ করে না; তাই বলে নির্বাচন আটকেও থাকে না। জনগণের প্রতি তাদের আস্থা রেখে নির্বাচনে আসার আহবান জানাই।

প্রকল্প পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম প্রমুখ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ