প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ০২:০১ এএম
চুয়াডাঙ্গা-জীবননগরে একসাথে জন্ম নেয়া ৪ নবজাতক শিশু ও তার বাবা-মাকে পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুনের পক্ষ থেকে আর্থিক সহায়তা, খাদ্য ও শুভেচ্ছা সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের নিজ বাড়ি জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের সুটিয়া গ্রামে নবজাতক ৪ শিশুর পরিবারের হাতে আর্থিক সহায়তা, বাচ্চাদের খাদ্য ও শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের পক্ষে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা–জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান।
গত ৪ অক্টোবর চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের সুটিয়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী মোছা: তহমিনা খাতুন (২৪)-এর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে যশোর আদ্বদীন হাসপাতালে একই সাথে দুই পুত্র ও দুই কন্যা সন্তানসহ মোট চার সন্তান জন্মগ্রহণ করে। শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে গতকাল পর্যন্ত তারা যশোরে হাসপাতালেই ছিলেন। নবজাতকদের চার ভাইবোনের নাম রাখা হয় যথাক্রমে জুমান, জুবায়ের, জুনিয়া ও জিনিয়া। এর মধ্যে গত ২২ তারিখ জিনিয়া অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করে। অন্য তিন শিশু সুস্থ আছে। এদিকে নবজাতক তিন শিশুকে দেখতে এলাকার সাধারণ মানুষ জিয়াউর রহমানের বাড়িতে ভিড় জমাচ্ছে।