• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের পরিবারকে খাদ্য ও শুভেচ্ছা সামগ্রী প্রদান

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ০২:০১ এএম

একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের পরিবারকে খাদ্য ও শুভেচ্ছা সামগ্রী প্রদান

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা-জীবননগরে একসাথে জন্ম নেয়া ৪ নবজাতক শিশু ও তার বাবা-মাকে পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুনের পক্ষ থেকে আর্থিক সহায়তা, খাদ্য ও শুভেচ্ছা সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের নিজ বাড়ি জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের সুটিয়া গ্রামে নবজাতক ৪ শিশুর পরিবারের হাতে আর্থিক সহায়তা, বাচ্চাদের খাদ্য ও শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের পক্ষে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা–জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান।

গত ৪ অক্টোবর  চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের সুটিয়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী মোছা: তহমিনা খাতুন (২৪)-এর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে যশোর আদ্বদীন হাসপাতালে একই সাথে দুই পুত্র ও দুই কন্যা সন্তানসহ মোট চার সন্তান জন্মগ্রহণ করে। শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে গতকাল পর্যন্ত তারা যশোরে হাসপাতালেই ছিলেন। নবজাতকদের চার ভাইবোনের নাম রাখা হয় যথাক্রমে জুমান, জুবায়ের, জুনিয়া ও জিনিয়া। এর মধ্যে গত ২২ তারিখ জিনিয়া অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করে। অন্য তিন শিশু সুস্থ আছে। এদিকে নবজাতক তিন শিশুকে দেখতে এলাকার সাধারণ মানুষ জিয়াউর রহমানের বাড়িতে ভিড় জমাচ্ছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ