প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ১১:৪১ পিএম
বরিশালে ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় ৫৪১টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ৬১টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় হামুন মোকাবেলায় বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
তিনি বলেন, বরিশাল জেলায় ৫৪১টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুতির পাশাপাশি ৬১টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক ৩২২ মেট্রিক টন চাল মজুদ রাখা হয়েছে, অসহায় দুর্গতদের তাৎক্ষণিক খাদ্য সরবরাহের জন্য ৭৭০ মেট্রিক টন চাল ও নগদ ৯ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রস্তুত রয়েছে বলেও সভায় জানানো হয়। পাশাপাশি প্রতিটি উপজেলা ও জেলা শহরে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে বলে জানান জেলা প্রশাসক।
সভায় জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।