• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

খুলনায় অগ্রণী ব্যাংকের জেলা শাখায় আগুন

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ০৫:৩৯ পিএম

খুলনায় অগ্রণী ব্যাংকের জেলা শাখায় আগুন

আগুনে ক্ষতিগ্রস্ত অগ্রণী ব্যাংকের খুলনা শাখার নিয়ে স্থানীয়দের ভিড়। ছবি: সময় সংবাদ

খুলনা প্রতিনিধি

 

খুলনার কেডি ঘোষ রোডের হেলাতলা এলাকায় হোটেল অ্যাম্বাসেডর ভবনের ছয় তলায় অগ্রণী ব্যাংকের জেলা শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ব্যাংকের কিছু অংশ ও তিনটি দোকান পুরোপুরি পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে হোটেল অ্যাম্বাসেডর ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে হোটেল অ্যাম্বাসেডর ভবনের নিচ তলায় একটি ঘড়ির দোকান ও অগ্রণী ব্যাংক থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে মার্কেট তালা বন্ধ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের একটু সময় লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

সাজেদ/

আর্কাইভ