• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চুয়াডাঙ্গায় ভাইকে বাঁচাতে গিয়ে দুবৃত্তদের হামলায় বোন নিহত

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ১২:৪৩ এএম

চুয়াডাঙ্গায় ভাইকে বাঁচাতে গিয়ে দুবৃত্তদের হামলায় বোন নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙার দর্শনায় ভাইকে বাঁচাতে গিয়ে দৃর্বুত্তদের হাতে বোন নিহত হয়েছে। স্থানীয় ও পরিবারের লোকজন জানান, শনিবার রাত ৮ টার দিকে ৪/৫ জন দুর্বৃত্ত প্রথমে দর্শনা মোহাম্মদপুর গ্রামে ঢুকে আরমান আলির ছেলে আলমগীর (৩২) কে জোর পুর্বক ধরে নিয়ে পিটাতে থাকে। বোন মন্জুরা খাতুন (২৮) ভাইকে উদ্ধার করতে গেলে আলমগীরকে ছেড়ে দুর্বৃত্তরা বোন মন্জুরা খাতুনকে ধরে নিয়ে যায়। রাতে খোঁজাখুজির পর মনজুরা খাতুনকে উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার ভোরে বাড়ির পাশের বেগুন ক্ষেত থেকে বোনের লাশ উদ্ধার করা হয়।

দামুড়হুদা সার্কেলের পুলিশ সুপার জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থল পরবদর্শন করে।

দর্শনা থানার এস আই শফিউল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে আমব ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি। আলমগীরকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এরপর সব ঘটনা উদঘাদন করি। পরে সব জানানো হবে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ