• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রূপপুরে পৌঁছল ইউরেনিয়ামের চতুর্থ চালান

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩, ১২:৪১ এএম

রূপপুরে পৌঁছল ইউরেনিয়ামের চতুর্থ চালান

রংপুর ব্যুরো

আগের তিনবারের মতো এবারও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টায় ইউরেনিয়ামের চতুর্থ চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছেছে।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, গত তিনবারের মতো এবারও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে নাটোর-ঈশ্বরদী মহাসড়ক দিয়ে ইউরেনিয়ামবাহী চতুর্থ চালানের গাড়িবহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।

পাকশী হাইওয়ে পুলিশের এসআই জাহাঙ্গীর জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো আসার সময় মহাসড়কে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা বলয় ছিল। নিরাপত্তার জন্য ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে বড় যান চলাচল বন্ধ রাখা হয়। ইউরেনিয়াম পৌঁছানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক শৌকত আকবর বলেন, রাশিয়া থেকে বিশেষ বিমানে ইউরেনিয়ামের চতুর্থ চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আগের মতো সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে রূপপুরে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও চারটি চালান দেশে আসবে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ