• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

চুয়াডাঙ্গায় স্কুল মিল্ক ফিডিং উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩, ১১:৫৪ পিএম

চুয়াডাঙ্গায় স্কুল মিল্ক ফিডিং উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা মেটাতে সরকার স্কুল মিল্ক ফিডিং প্রকল্প চালু করেছে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদরে কালুপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় সহযোগিতায় এবং সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে কালুপোল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম শুরু হয়।

শিশু শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা ও মেধা বিকাশে চুয়াডাঙ্গা কালুপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে দুই বছর বিনামূল্যে দুধ সরবরাহ করা হবে। ২১৮ জন শিশু শিক্ষার্থী স্কুল মিল্ক ফিডিং এর আওতায় থাকবে।

স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শেখ মো. মশিউর রহমান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। অবিভাবক ও শিক্ষার্থীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ