• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শেখ রাসেলের জন্মদিনে বরগুনা সেচ্ছাসেবক লীগের ব্যতিক্রমী আয়োজন

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩, ০৩:২৮ এএম

শেখ রাসেলের জন্মদিনে বরগুনা সেচ্ছাসেবক লীগের ব্যতিক্রমী আয়োজন

মো. রাসেল, বরগুনা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষ্যে শিক্ষা উপকরন বিতরন করেছেন বরগুনা জেলা আওয়ামী  সেচ্ছাসেবক লীগ।

আজ ১৮ অক্টোবর ২০২৩, বুধবার, সকাল  ৯.০০ ঘটিকায় বরগুনা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে অবস্থিত শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন  শেষে বরগুনা জেলার ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের  কোটবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন করেন তারা।

সংগঠনের জেলা শাখার সভাপতি মো:মুরাদ হোসাইন এবং সাধারণ সম্পাদক অ্যাড:সাইমুল ইসলাম রাব্বি সহ উক্ত কর্মসূচিতে জেলা শাখার নেতৃবৃন্দ ,বরগুনা সদর উপজেলা,পৌর শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপহার পেয়ে কোটবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আমাদেরকে আজকে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে শিক্ষা উপকরন উপহার দিয়েছেন বরগুনা জেলা সেচ্ছাসেবক লীগ।  আমরা এই উপহার পেয়ে অনেক খুশি।

বরগুনা জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সাইমুল ইসলাম বলেন,আমরা বরগুনা জেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষ্যে সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করি।এবং শ্রদ্ধা নিবেদন শেষে বরগুনার কোটবাড়িয়া প্রথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেছি।
 

আর্কাইভ