• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বিয়ের পরদিনই প্রাণ গেল পুলিশ কর্মকতার

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ০৪:২৯ পিএম

বিয়ের পরদিনই প্রাণ গেল পুলিশ কর্মকতার

দিনাজপুর প্রতিনিধি

বিয়ে হয়েছে সোমবার। পরদিন বাড়িতে নতুন বউ রেখে আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে প্রাণ গেল পুলিশের বিশেষ শাখার এসআই জহুরুল ইসলাম (৩৭) ও তার বন্ধু মোনায়েম হোসেন সুজনের (৩৬)।

মঙ্গলবার রাত ৯টায় দিনাজপুরের বিরামপুর উপজেলার কলেজ বাজার পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর জয়নগর গ্রামের আফফার উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম। তিনি নীলফামারী জেলায় পুলিশের বিশেষ শাখায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে জহুরুলের বন্ধু মোনায়েম হোসেন সুজন (৩৬) ফুলবাড়ী উপজেলার লালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাজশাহীতে এমটি মামলার স্বাক্ষ্য দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন এসআই জহুরুল ইসলাম। সঙ্গে ছিলেন তার বন্ধু মোনায়েম হোসেন সুজন। রাত ৯টায় তারা বিরামপুর উপজেলার কলেজবাজার পেট্রল পাম্পের সামনে আসলে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা দুজনই। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, নীলফামারী জেলা পুলিশের সঙ্গে আলোচনা করে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

জেকেএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ