• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

প্রবাস থেকে ফিরেই অজ্ঞান পার্টির খপ্পরে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৭:০৮ পিএম

প্রবাস থেকে ফিরেই অজ্ঞান পার্টির খপ্পরে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবাস থেকে দেশে ফিরেই চলন্ত বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন এক ব্যক্তি। তার কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল খোয়া গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর বিমানবন্দর থেকে মালিবাগের মাঝে রাস্তায় কোন এক জায়গায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর আমিনুল ইসলাম (৫৩)। তার বাড়ি কুমিল্লা জেলায়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাইদা পরিবহন নামে বাসটির যাত্রী মো. রাশেদুল ইসলাম জানান, তিনি রামপুরা ব্রিজ থেকে ওই বাসে ওঠেন। এর কিছুক্ষণ পর বাসের কন্ডাক্টর তার পিছনের ছিটে ভাড়া তুলতে গিয়ে ওই যাত্রীকে অচেতন অবস্থায় দেখতে পান। তখন তিনি ৯৯৯-এ কল দিয়ে থানায় খবর দেন। পুলিশ এসে মালিবাগ আবুল হোটেল এলাকা থেকে তাকে উদ্ধার করে।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস ঘোষাল জানান, ওই ব্যক্তির সঙ্গে পাসপোর্ট ও একটি বড় ব্যাগ পাওয়া গেছে। এছাড়া তার মানিব্যাগ এবং মোবাইল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি প্রবাস থেকে দেশে ফিরে বাসে করে বাড়ি ফেরার সময় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ